যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান সড়ক দূর্ঘটনা ও যানজট এই মুহূর্তে নিরসন সম্ভব নয়। এ জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। গাজীপুরস্থ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীতে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক বিআরটি’র ড্রাইভিং প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, জনগনকে শুধু প্রত্যশা আর স্বপ্ন দেখালেই হবে না তা পূরণ করতে হবে। তা না করতে পারলে তারা প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। সড়ক দূর্ঘটনার জন্য শুধু মাত্র চালকরাই দায়ী না- ত্রুটিপূর্ণ রাস্তা ও গাড়ি উভয়ই দায়ী। চালকদের মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল হিসবে দক্ষ করে গড়ে তুলতে তিনি প্রশিক্ষকদের পরামর্শ দেন। এই প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান থাকলে দেশে ড্রাইভিং প্রশিক্ষকের  ঘাটতি পূরণ সম্ভব হবে এবং দক্ষ ও মানসম্মত গাড়ি চালক তৈরী হবে বলেও তিনি উল্লেখ করেন।

মানসম্মত ও  দক্ষ চালক তৈরী করতে বাংলাদেশ সেনাবাহিনী বিআরটিএ-এর ড্রাইভিং প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যক্ষ লেঃ কর্ণেল (অবঃ) আছয়াদুর রহমান খান, পিএসসি ও বিআরটিএ-এর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে বিএমটিএফ’র ব্যবস্থাপনা পরিচালক, সেনা সদরের কল্যাণ ও পূনর্বাসন পরিদফতরের পরিচালক, প্রশিক্ষণে অংশগ্রহণকারী ও বিভিন্ন কোর্সেও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ট্রেনিং ইনস্টিটউটের বিভিন্ন শ্রেণীকক্ষ ও ওয়ার্কশপ ঘুরে দেখেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here