নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে তল্লাশির পরও রহস্যময়ভাবে নিখোঁজ মালয়শিয়া এয়ারলাইন্সের বিমানটির সন্ধান না পেয়ে এবার চীনের কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া সম্ভাব্য ধ্বংসাবশেষের ছবি দেখে শুরু হয়েছে তল্লাশি।

কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা এসব ছবি দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দক্ষিণ চীন সাগরে ভাসমান বিশাল একটি বস্তু।

বিবিসি বলছে, এরআগে এ ধরনের সম্ভাব্য ধ্বংসাবশেষের স্যাটেলাইটচিত্র দেখে পরবর্তীতে সেগুলো সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে।

চীনের ছবি প্রকাশের পর ভিয়েতনাম ও মালয়শিয়া সেখানে তল্লাশি বিমান পাঠিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং-এর উদ্দেশে যাত্রা করা বিমানটি ২৩৯জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। উড্ডয়নের এক ঘণ্টা পরই ভিয়েতনামের দক্ষিণে কামাউ-এর আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার আগে চালক কোন সতর্কবার্তা পাঠাননি বা সাহায্যের আবেদনও জানাননি।

বুধবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স’র ওয়েবসাইটে ছবিগুলো প্রকাশ করা হয়। প্রকাশিত ছবিগুলো সম্পর্কে দাবি করা হয়, এগুলো বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পর রোববার তোলা হয়েছে।

চীনের বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান লি জিয়াক্সিয়াং বলেন, ধোঁয়া আর ভাসমান কোন বস্তুর সন্ধান পেয়েছে চীনের উপগ্রহ। তবে আমরা নিশ্চিত করতে পারছি না ওটা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কিনা।

ভিয়েতনামের উপ-পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে ভিয়েতনামের বিমান ওই এলাকা তল্লাশি করেছে। আবারও সেখানে তল্লাশি চালানো হবে।

মালয়শিয়ার পরিহবনমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন বলেছেন, ওই এলাকায় অনুসন্ধানের জন্য তল্লাশি বিমান পাঠানো হয়েছে।

ভারত সরকারকেও আন্দামান সাগরে অনুসন্ধান চালানোর জন্য মালয়শিয়া সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, চীন বিমানটির খোঁজে তৎপরতা আরো বাড়াতে মালয়শিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

২৩৯ জন আরোহীর মধ্যে চীনের নাগরিক ছিলেন ১৫৩ জন।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here