দীর্ঘ অপেক্ষার শেষে উন্মোচিত হলো ওয়াটারপ্রুফ আইফোন ৭ ও ৭ প্লাস। আইফোন ৭ ও ৭ প্লাস নিয়ে অনেকদিন ধরেই জোর আলোচনা চলছিল। আর এদিকে স্মার্টফোন ব্যাবহারকারীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ফোন দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হবে।

iphone7নতুন আইফোন দেখতে কেমন হবে, কী ফিচার বা থাকবে এগুলোতে- এই নিয়ে শত প্রশ্ন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাপল আইফোন ৭ ও প্লাস উন্মোচন করেছে যথারীতি ৯ সেপ্টেম্বর। প্রতি বছর এ দিনই অ্যাপল তাদের নতুন পণ্য উন্মোচন করে থাকে।

বাংলাদেশ সময় বুধবার রাতে অ্যাপল উন্মোচন করে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। নতুন আইফোনের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান টিম কুক।

নতুন আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস-এ এখন আর থাকছে না হেডফোন। ফলে এখন থেকে আগের কোনও হেডফোন নতুন আইফোনে কাজ করবে না। আর এবারই প্রথমবারের মতো আইফোন নিয়ে এলো ওয়াটার প্রুফ (পানিনিরোধ) ব্যবস্থা। এতে করে পানিতে পড়লেও নতুন আইফোন নষ্ট হবে না। শুধু পানি নয় এতে কোনও ধুলোবালিও প্রবেশ করতে পারবে না।

আইফোন ৭ এ থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। প্লাস এ আছে দুটি ক্যামেরা। রয়েছে স্টেরিও স্পিকার।

সূত্র: রয়টার্স

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here