এটা বুঝতে পারছি ঈদের আগেও সব স্বাভাবিক হবে না। এটাও বুঝতে পারছি সেভাবে উৎসব হবে না।

তবুও যদি সামান্য কোন কিছু কেনার ইচ্ছে বা সুযোগ থাকে তাহলে অনলাইনে বিশ্বস্ত পেইজ থেকে অর্থাৎ একে অপরের থেকে কিনবেন। না কেনার থাকলে সেটা ভিন্ন কথা।

তবে যদি এর মধ্যেও সামান্য কিছুও যদি কেনার থাকে, যদি ৫০০ টাকা দিয়েও একটা পড়ার কাপড় কেনেন সেটাও অন্তত দেশী পণ্য এবং দেশী পণ্যের পেইজ থেকে কিনবেন।

তাতে আপনার সামর্থ্যানুযায়ী পণ্য পেয়ে যাবেন। আর যার থেকে কিনবেন সেও উপকৃত হবে। দেশের অর্থ দেশেই রাখুন। দেশী পণ্য নিয়ে কাজ করা এবং এর পিছনে থাকা দরিদ্র কারিগর, শ্রমিকদের কথা ভেবে হলেও এই অনুগ্রহটুকু করবেন প্লিজ।

এবং সকল অনলাইন বিজনেস সম্পৃক্ত আপু- ভাইয়াদের অনুরোধ করছি, যদি সম্ভব হয় আপনারা আপনাদের শুধুমাত্র খরচটুকু নিয়ে নিয়েন। বেঁচে থাকলে বিজনেস (লাভ) করা যাবে। আপনি একটা পণ্যের পিছনে যে খরচটুকু করেছেন সেটা নিয়ে পণ্যটি সেল করে দিয়েন এই সময়ে অন্তত।

অনলাইন বর্তমানে এমন কিছু নাই যা পাওয়া যায় না। পোশাক, কসমেটিক্স, গয়নার পাশাপাশি জুতা, খাদ্য পণ্য, মশলা, সেমাই, ঘি, চাল, সব পাওয়া যায় সব।

যেটুকু কেনার সামর্থ্য থাকুক সেটুকুই কিনুন। দেশের পণ্য কিনুন। দেশে উৎপাদিত পণ্য কিনুন। একে অপরকে সহযোগিতা করুন।

উর্মী রহমান
দেশী পণ্য নিয়ে কাজ করা একজন ক্ষুদ্র যোদ্ধা
ব্রান্ড: বাঙালি – Bangali

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here