কনক বড়ুয়া, উখিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সদর, কোটবাজার ও মরিচ্যা স্টেশনসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারী স্বাস্থ্য বিধি অমান্য করায় ৩৪ জনকে ২২ টি মামলায় ৩০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমূল এহসান খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, লকডাউন বাস্তবায়নে উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৪ জনকে ৩০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here