এলিজা খাতুন

কিছু থাকে নীরবে নিভৃতে

-এলিজা খাতুন

মানুষের ন্যুব্জপিঠ দেখে দেখে ক্লান্ত হতে হতে
আজকাল সর্বতোভাবে ক্লান্ত লাগে

মানুষের অদ্ভুত রকমের মৌনতা দেখে দেখে
কৃত্রিম জীবনের প্রহসন, ভদ্র বাবুয়ানা বিষয়ক
সংজ্ঞা জানা যায়

মানুষ দূর থেকে ভিড় দেখতে দেখতে
একসময় নিজেই ভিড়ের ভেতরের অংশ হয়ে যায়

মুখোশ ব্যবহার না করলেও
অজস্র মানুষের মুখ থেকে
খসে পড়ে চাতুর্যের পরিণত খোলোস

মানুষের ভালো নামের আড়াল থেকে
ডাক নাম বেরিয়ে আসতে দেখেছি
কখনও তার স্বেচ্ছায়, কখনও অনিচ্ছায়

মানুষ কতটা যত্নে গড়ে তোলে স্বার্থপর ঘর
সে ঘরে ঘোরাফেরা করা দীর্ঘশ্বাসের কথা
ঠিকই চলে আসে আলোচনায়

অথচ অপমানে অপমানে মানুষের গুঁজে রাখা
দীর্ণ দুমড়ানো ভালোবাসা !
সে-তো হৃদয়ে ফুটে থাকে অম্লান কুঁড়ি হয়ে
খুব নীরবে… নিভৃতে… !

 

প্রাপ্তি

-এলিজা খাতুন

চারপাশ ঘিরে আছে অবিশ্বাসের বেষ্টনী
বঞ্চনাময় রাত নামে জীবনের ঘরে
ক্রমশ জাল বুনছে গতিহীনতার মাকড়সা

কোন এক ফাঁক-ফোঁকরে বেরিয়ে গেছি ছিটকে
দৌড়ে এসে দাঁড়াই মহানন্দার তীরে
অনুভবের ছিপ ফেলেছি ঢেউয়ের ভাঁজে ভাঁজে

দৃষ্টির পরিধি জুড়ে দৃশ্যত অসীম আকাশ
মূলত জলের অতলে আকাশের প্রতিবিম্ব !
আর হৃদয়-গভীরে ডুব কাটছে শৈশবের প্রতিচ্ছবি

প্রতিবার ছিপ টেনে টেনে ডাঙায় তুলে দেখি
একে একে উঠে আসছে-
বাঙ্গি-ফুটির ঢালুচর
মাতাল ঘ্রাণময় ধনিয়াক্ষেত,
কচুরিপানার দুরন্ত প্রবাহ
দোল খাওয়া নৌকোর পাটাতনে
চ্যারাগের আলোয় পুঁথিপাঠ,
বাতাসে ঢুপঢাপ আম পড়া শব্দে বাছুর লাফিয়ে ওঠা

এভাবে …… পাওয়া হতে হতে-
যাঁতাপেষা গীতের তালে বাড়ন্ত বেলার হুলস্থূলে
ডাক পড়ে আমার নাম ধরে
ফিরে আসতে হয় বেষ্টনীর নিয়মে

মহানন্দা-কিনার আমাকে খোঁজে কিনা শোনা হয়নি
কিন্তু নিয়ম করে- তার বয়ে চলা মাধুর্য
নীরবে পাঠিয়ে দেয় আমার রক্তপ্রবাহে

অসমাপ্ত ক্যানভাস

-এলিজা খাতুন

নিবন্ত এই অস্তিত্ব জুড়ে
লিখতে বসেছো রং এর পান্ডুলিপি

ক্যানভাসে নিপুণ তুলির আঁচড়,
মধ্য দুপুরের নির্জনতায়
উজ্জ্বল রং-এ কেঁপে ওঠে গ্রীবা, কপোল, চোখ

তোমার নিমগ্ন দৃষ্টিভঙ্গিতে
দ্বিধান্বিত হয় মুখের চিত্র

বিভিন্ন অনুভূতি সংযোগে আঁকতে গিয়ে
একই ছবিতে কতবার যে টেনে যাও আঁচড় !

যে ছবিমুখ আঁকতে চেয়েছো
যোজন যোজন দূরে সরে যাচ্ছো তা থেকে
প্রকৃত অবয়ব চিত্রণে ক্লান্ত তুমি

অতঃপর মৌনতা ভেঙে দেখি অসমাপ্ত ক্যানভাস
আর পাশে পড়ে আছে জল রং এর শূন্য পাত্র

আচ্ছা মনে আছে !
একদিন হৃদয়ের অঞ্চলে জমেছিলো কিছু রং!
তা দিয়ে কি সম্পন্ন করা যাবে !?-
মানুষের আনন্দময় অজস্র মুখচিত্র !!

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here