ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইহুদিদের একটি জাদুঘরে বন্দুকধারীর গুলিতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ইহুদিদের সব গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে। সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রকৃত ব্যক্তিকেও খুঁজছেন তারা। এছাড়া আরও কেউ এতে জড়িত কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, একজন ব্যক্তি গাড়িতে এসে ব্রাসেলসের ওই জাদুঘরটিতে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সে গুলি ছুড়তে শুরু করে। একটু পরেই আবার তার গাড়িতে উঠে চলে যায়। এতে দুইজন পুরুষ ও একজন নারী নিহত হয়।

এ ঘটনায় পুরো জাতি শোকার্ত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিও ডি রুপো। হামলাকারীদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য সবকিছুই করা হবে বলেও ঘোষণা দেন তিনি। এছাড়া নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রুপো।

এদিকে একে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন ব্রাসেলসের মেয়র ইভান মেইয়ুর। তিনি বলেন, হামলার লক্ষ্য জাদুঘর নয়, ইহুদি ধর্মাবলম্বীরাই মূল টার্গেট ছিল।

সূত্র: বিবিসি
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here