ইলা লিপি

বানিজ্যিক দিনলিপি
ইলা লিপি

ভেবে দেখলাম তুমিও ঠিক আমার মতোই
তুমুল অসুখ নিয়ে পার কর দিন!

রাত নামলেই বউদের গোঙানির শব্দে
খুলে পড়ে ভালো থাকার আবেস।
চোখেমুখে লেপ্টে থাকে রাজ্যের পাশবিকতা!

তখনও বউয়ের তালুতে শিমুলগাছের চারা,
অসাধারণ তাড়নায় তরতর করে বাড়ে।

বুকের ডানপাশ বামপাশ ঘোরাঘুরি,
ভেবে দেখলাম তুমিও ঠিক আমার মতোই –
এডাল ওডাল ঘুরেফিরে, ফিরে আসো
নগরে!
কেননা অদৃশ্য চুক্তি বেধে রাখে,
বুকপকেটের মেরিলিন ভয়!

ভালোবাসায় ভয় পাওয়া একবারেই অনুচিত
যাতনা বাড়ে, মৌন তায় ঢুকে পড়ে
শাপলার হাতছানি –

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here