কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জাসদ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি পটলাসহ আহত হয়েছে কমপক্ষে ৩জন। আহত অপর দু’জন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি কোয়েল ও সাধারণ সম্পাদক মেহেদী। তাদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাস জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব গ্রুপের মধ্যে গত কয়েকমাস ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ইবি শাখা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব ও সাংগঠনিক সম্পাদক গাফ্‌ফারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এর জের ধরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দু’গ্রুপই ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী ইবি শাখা যোগ দেয় মাহবুব গ্রুপের সঙ্গে। বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩জন আহত হয়েছে বলে শুনেছি। তবে গোলাগুলির ঘটনা ঘটেনি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত বলেও জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়। এতে মহাজোটের কতিপয় কর্মী মিছিলকারীদের উদ্দেশ্যে কটূক্তি করে। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা হয়। তবে ক্যাম্পাসে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত যগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব মোবাইল ফোনে বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি।  তবে যা শুনেছি, তা হচ্ছে ছাত্রলীগের বর্তমান সভাপতি জাহাঙ্গীর গ্রুপের একদল সশস্ত্রকর্মী আমার, জাসদ ছাত্রলীগ ও মৈত্রীর লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে জাসদ ছাত্রলীগ নেতাসহ ৩জন আহত হন।’ মাহবুব আরও জানান, সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে। এদিকে, দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ঝিনাইদহ অভিমুখে ছেড়ে যাওয়া গাড়াগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহীবাস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কারা ভাঙচুর করেছে তা জানা যায়নি। একটি সূত্রে জানা গেছে, অচিরেই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা হবে। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের বেশক’টি পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ তাদের লোকজনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য বিস্তারের জন্য ক্যাম্পাসে মহড়া চালিয়ে আসছে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাফ্‌ফার গ্রুপের সঙ্গে শিবির ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো একাত্মতা প্রকাশ করে তাদের পক্ষে অবস্থান নেয়।

ইউনাটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here