ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণমোঃ হাসিব বিল্লাহ, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :: ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করছে এলাকাবাসী। উপজেলার পত্তাশী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের এলজিইডি নির্মিত ঘোষেরহাট-খেজুরতলা সড়কের সম্মুখের ১ কিলোমিটার কাঁচা সড়ক সরকারি ভাবে কোন বরাদ্ধ না দেয়ায় এলাকাবাসীর সহায়তায় সড়টির উন্নয়নের কাজ করছে।

জানা যায়, ওই ওয়ার্ডের রেবতি মল্লিকের বাড়ি থেকে নুরুজ্জামানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক একেবারে কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বালু দিয়ে সড়কের উন্নয়নের কাজ করছেন। পত্তাশী গ্রামের বাসিন্দা সাবেক শিক্ষক আউয়াল শরীফের নেতৃত্বে ওই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমেই সড়কটির কাজ করছেন। এতে এলাকার অধিকাংশ মানুষই তাদেরকে সহায়তা করছে।

সাবেক শিক্ষক আউয়াল শরীফ জানান, সরকারি ভাবে এবছর সড়কটির উন্নয়নের কাজ না করায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ চলাচলে বিঘ্ন ঘটায় আমরা নিজস্ব উদ্যোগে সড়কটির উন্নয়নের কাজ করছি।

পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, এলাকাবাসীর সহায়তায় সড়কটিতে বালু দিয়ে চলাচলের জন্য ব্যবস্থা করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here