ইন্টারনেট ছাড়াই ফেসবুকে কমেন্টের সুযোগডেস্ক নিউজ :: ফেসবুকে বন্ধুর ছবি, ভিডিও অথবা স্টেটাস দেখে কমেন্ট করতে ইচ্ছে করছে৷ অথচ স্লো ইন্টারনেটের কারণে করতে পারছেন না৷ আবার এমনও হতে পারে, দেখলেন, মোবাইলে ইন্টারনেট কানেকশনই দেখাচ্ছে না৷
কমেন্ট করার উত্তেজনাটাই তখন মাঠে মারা যায়৷ নো প্রবলেম! আর এমনটা হতে দেবে না ফেসবুক৷ কারণ এবার অফলাইনেও কমেন্ট করার সুযোগ করে দিচ্ছে আপনার প্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট৷
বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিউজ ফিডে বেশ কয়েকটি পরিবর্তনের কথা ভাবছে তারা৷ তার মধ্যে একটি হল ‘অফলাইন কমেন্ট সাপোর্ট৷’ যেসব ফেসবুক ব্যবহারকারীদের নেটওয়ার্ক স্লো, অথবা যাঁদের নেটওয়ার্ক ভাল হওয়া সত্ত্বেও সাবওয়ে বা বড় কোনও অনুষ্ঠানের মধ্যে নেটওয়ার্ক সমস্যায় পড়েন, তাঁদের জন্য নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে ফেসবুক৷
নিউজ ফিডে এই বদল এসে গেলে ফেসবুক অ্যাপ থেকে আপনি অফলাইনেও কমেন্ট পোস্ট করে রাখতে পারবেন৷ পোস্টটি নিজে থেকেই সেভ হয়ে যাবে৷ মোবাইলে ইন্টারনেট চালু হওয়া মাত্র সেই পোস্টটি পাবলিশ হয়ে যাবে৷
নেটওয়ার্ক না থাকলেও আপনার জানকারি থেকে কিছুই বাদ পড়বে না৷ ফেসবুক সমস্ত নিউজ ফিড সেভ রাখবে৷ নেট অন হতেই বন্ধুদের সব ডাপডেট আপনার কাছে পৌঁছে যাবে৷
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here