ইডেন মহিলা কলেজে

ষ্টাফ রিপোর্টার :: রাজধানীর ইডেন মহিলা কলেজের সাধারণ দুই ছাত্রীকে পিটিয়েছে কয়েকজন ছাত্রলীগকর্মী। রান্না করতে গিয়ে চুলায় সিরিয়াল দেয়া নিয়ে বাকবিতণ্ডা হওয়ায় ছাত্রলীগের কয়েকজন কর্মী দুই ছাত্রীকে পিটিয়েছে।

কলেজের খদিজা খাতুন হোস্টেলের তৃতীয় তলার রান্নাঘরে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানান, হোস্টেলের রান্নাঘরে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের দুই ছাত্রী দিপা এবং ফারজানা রান্না করছিলেন। এ সময় তাদের ছাত্রলীগকর্মী তানজিলা চুলা ছাড়ার জন্য বলেন। রান্না শেষ না হওয়ায় দিপা ও ফারজানা চুলায় কাজ করতে থাকেন।
একপর্যায়ে সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তারের অনুসারী তানজিলাসহ আরো কয়েকজন কর্মী দিপা এবং ফারজানাকে চুল ধরে টানতে টানতে মেঝেতে ফেলে মারধর করেন। এ সময় দিপার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ে কেটে যায় এবং রক্তাক্ত হন।ছাত্রলীগকর্মী তানজিলা কলেজটির অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

সাধারণ ছাত্রীকে মারধরের ঘটনা সম্পর্কে জানার জন্য খদিজা খাতুন হোস্টেলের দায়িত্বে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষক মুশতারিক বলেন, “এটা ছাত্রলীগের কোনো ঘটনা নয়। হয়তো দুই বান্ধবীর মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করব।”

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তার বলেন, “আমি হোস্টেলে উপস্থিত নেই। তবে জেনেছি চুলায় রান্না করা নিয়ে তারা মারামারি করেছেন।”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here