স্পোর্টস নিউজ।

ঢাকা: অনেকদিন থেকেই দুলতে থাকা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য অবশেষে একটি রূপ নিলো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্য রাতেই ইসিবির সবুজ সংকেতের খবর পাওয়া যায়।

4তবে বৃহস্পতিবার ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগাররা খেললেও সবাই বার বার ইংল্যান্ডের আসা না আসার খবর জানতে ব্যস্ত ছিলেন। এদিকে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে বাংলাদেশ দলের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই সুসংবাদে তার মতামত ব্যক্ত করেন।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘খবরটি নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

প্রথম প্রস্তুতি ম্যাচে হাতে গোনা দুই-একজন ছাড়া সব ব্যাটসম্যানরাই ব্যর্থ ছিলেন। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ হলেও সিরিয়াসলি খেলতে হবে।’

এদিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান মাশরাফি। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ ইংল্যান্ড ক্রিকেট। আশাকরি, আমরা উত্তেজনাকর ম্যাচের মাধ্যমে ক্রিকেটের সত্যিকারের সৌন্দর্য্য ক্রিকেটপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের মাঝে উচ্ছ্বাস এনে দিতে পারবো।’

প্রসঙ্গত দুইটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ৩০ শে সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here