আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’স্টাফ রিপোর্টার :: কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিক এর কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র‘জল ও পানি’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল। পরিচালনায় তরুণ চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নুসরাত জেরি, বাপ্পিরাজ, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও মাষ্টার আপন।

নির্মাতা সোহেল রানা বয়াতি ইউনাইটেড নিউজকে জানান, সারা বিশ্বে এখন কালো-সাদা, ধনী-গরীব হিসেবে বিবেচনা করা হয়। আমরা চাই মানুষকে যেন মানুষ হিসেবেই বিবেচনা করা হয়। যেমন একটি বিষয়- ‘পানি’। কউ এটিকে বলছে পানি, কউ বলছে জল! এটি একই দিকে পবাহিত হয়। আবার খাওয়ার জন্য ব্যবহার করা হয়। এ চিন্তা থকেই এটির নামকরণ করা হয়েছে ‘জল ও পানি’। পুরো চলচ্চিত্রটি একটি কাব্যিক ইমেজের মাধ্যমে সমাপ্তি ঘটে। আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।

আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’জল ও পানি ছবির শিরোনাম সংগীতে কন্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা। সম্প্রতি বরিশালের প্রত্যন্ত গামে চলচ্চিত্রটির চিত্রগ্রহণের কাজ শেষ হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য নির্মাণ করা হয়েছে।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here