ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের আপিলের সারসংক্ষেপ আগামী ১১ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল আলীমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এর আগে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করে। পরবর্তীতে আলীম আপিল বিভাগে তার সাজার বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করেন।

মঙ্গলবার আপিলের আবেদনের শুনানি শেষে আদালত আগামি ১১ মার্চের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন।

২০১২ সালের ১১ জুন আলীমের বিরুদ্ধে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ১৭টি ঘটনা আমলে নিয়ে অভিযোগ গঠন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here