একগুচ্ছ ঈদের ছড়া
-আলাউদ্দিন হোসেন
অন্যরকম ঈদ
ঈদের খুশি বানের জলে
করোনাময় দিন
শত হাজার লক্ষ মানুষ
ঈদ আনন্দ হীন।
সুখ কেড়েছে করোনাকাল
বানের জলে নাস
মৃত্যু মিছিল দীর্ঘ লাইন
টিনের চালে বাস।
কোরবানি টা খুব সীমিত
কালো রঙিন মুখ
করোনা ও বন্যাকালে
জনমনে দুখ।
রঙে ঢঙে ঈদ
রংবেরঙের নতুন জামা
খোকা খুকির গায়
রঙে ঢঙে ঈদ আনন্দ
নতুন জুতা পায়।
রংবেরঙের লুঙ্গি কামিজ
পাঞ্জাবি আর শাড়ি
হাসিখুশি সারাবেলা
সকল নরনারী।
কোলাকুলি কুশলাদি
হাসিখুশি মনে
রঙে ঢঙে ঈদ আনন্দ
দেহ হৃদয় কনে।
ঈদের মজা
ছোট বড় সবাই মিলে
ঈদগাহে যাওয়া
নামাজ শেষে কোলাকুলি
বড্ড মজা পাওয়া।
বাড়ি ফিরে পায়াস পোলা
লাচ্ছি সেমাই খাওয়া
রংবেরঙের পোশাক পড়ে
এদিক ওদিক যাওয়া।
রংবেরঙের রঙিন পোশাক
মুখে হাসির খৈ
হাসিখুশি সারাটাদিন
আনন্দ হৈচৈ।
কোরবানি
বাড়ি বাড়ি কোরবানি
আনন্দ সব মনে
চাপাতি আর ছুরি হাতে
ঘুরছে জনে জনে।
গরু মহিষ ভেড়া ছাগল
দুম্বা উট ষাঁড়
আল্লাহর নামে কোরবানি
সাধ্য আছে যার।
কোরবানি ভাগাভাগি
পাড়া মহল্লায় ভীর
রং লেগেছে মনে প্রাণে
রঙিন মানব নীড়।
লেখক: শিক্ষার্থী (এমবিএ)সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা। 
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here