বগুড়া : বগুড়া সরকারী আযিযুল হক কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরন ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে।

এঘটনায় ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দুই দফায় ঘটনাগুলি ঘটে।

জানাযায়, সাল সাড়ে ১১ টার দিকে সে কলেজের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে কলেজ ছাত্রলীগের নেতা তৌহিদুর রহমান অবস্থান করার সময় কয়েকজন ছাত্রদল কর্মীর সঙ্গে হাতাহাতি হয়।

এসময় কলেজ ছাত্রলীগের নেতা ও শিক্ষকরা এসে উভয়কে বিভাগীয় কক্ষে নিয়েগিয়ে বিষয়টি মিমাংশা করে দেয়। এরপর কলেজ ক্যাম্পাসের বটতলায় ছাত্রলীগ নেতারা অবস্থান করার সময় ছাত্রদলের কয়েকজন নেতা এসে অর্থনীতি বিভাগের ঘটনা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে।

এসময় আদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে কয়েকজন আহত হয়। এসময় ছাত্রদল নেতা কর্মীরা কলেজের বাহিরে চলে যায়। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ কয়েকজন সিনিয়র নেতা কলেজে এসে ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি বলেজ ক্যাম্পাসের পূর্ব পাশদিয়ে ঘুড়ে আসার সময় সেখানে অবস্থান রত ছাত্রদল নেতা কর্মীরা মিছিলকারীদের ধর ধর করে ইট পাটকেল নিক্ষে করতে থাকে।

এসময় ছাত্রলীগও তাদের কে ধাওয়া করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময়  ২ টি ককটেল বিস্ফোরন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

বলেজ ছাত্রলীগ নেতা আসলাম হোসেন জানায়, ছাত্রদল নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির সময় পুলিশের লার্ঠিচার্জে সে, মিথুনসহ৬ জন আহত হয়। পরে ছাত্রদলেরসঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় রুবেল নামের আরেক ছাত্রলীগ সেতা আহত হয়।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, সকালে আযিযৃল হক কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল মুখোমুখী অবস্থান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে পুলিশ লাঠিচার্জ করে। পরে পূনরায় তাদের মথ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ২ টি ককটেল বিস্ফোরন ঘটে।

তানসেন আলম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here