nbrব্যক্তিশ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে প্রত্যেকবারের মতো এবারও আয়কর মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ থেকে ৭ নভেম্বর সপ্তাহব্যাপী রাজধানী ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস।  এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যে এবারের মেলা অনুষ্ঠিত হবে।

গত কয়েক বছর সেপ্টেম্বরে আয়কর মেলা অনুষ্ঠিত হলেও এবার নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মেলায় করদাতারা প্রথমবারের মত অনলাইনে আয়কর বিবরণী দাখিলের সুযোগ পাচ্ছেন।

৮ বিভাগীয় শহরে ৭ দিন ও জেলা পর্যায়ে মেলা হবে ৪ দিন। এছাড়া ৮৬টি উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোতে কোথাও দু’দিন, আবার কোথাও একদিনের মেলা হবে। বিভাগ, জেলা ও উপজেলা মিলিয়ে মোট ১৫০টি আয়কর মেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here