শাহাবুদ্দিন পাননা, আমতলী ( বরগুনা) প্রতিনিধি :: শুক্রবার বিকালে আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে লক ডাউনে ক্ষতিগ্রস্ত ৩০০’ জন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আমতলী সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তৈল খাদ্য সহায়তা খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং পর্যায়ক্রমে ১০৬০জন প্রতিবন্ধীকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

আমতলীতে ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ
শুক্রবার বিকালে আমতলী পৌরসভা মিলনায়তনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান তার ব্যাক্তিগত তহবিল থেকে করোনার কারনে আর্থিক ভাবে সংকটে থাকা উপজেলার ৯৭টি জামে মসজিদের ৯৭ জন ইমাম ও মোয়াজ্জিনের নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

মেয়র মো. মতিয়ার রহমান সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রত্যেক ইমামকে ২৫শ টাকা ও ১বস্তা চাল এবং প্রত্যেক মোয়াজ্জিনকে ১ হাজার টাকা ও ১ বস্তা করে চাল প্রদান করা হয় ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here