শাহাবুদ্দিন পাননা, আমতলী (বরগুনা) প্রতিনিধি :: আমতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির অর্থায়নে ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সামজিক দূরত্ব বজায় রেখে উপজেলার কালিবাড়ি গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামের সেকান্দার মৃধার পুত্র মোঃ জাকির হোসেন রাজু নারায়নগঞ্জ শহরে কাপড়ের ব্যবসা করেন। গত ০৬ এপ্রিল তিনি নারায়নগঞ্জ থেকে স্বপরিবারে আমতলীতে গ্রামের বাড়ি আসেন। তার শারীরিক অসুস্থতা দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে ।

পরে তার স্ত্রীর রিপোর্টও পজিটিভ আসে । এ ঘটনায় আমতলী উপজেলা প্রশাসন রাজুর বাড়ি সহ আশেপাশের ১৩টি বাড়ি লকডাউন করে। লকডাউনকৃত বাড়িসহ ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি লবণ ও ১টি সাবান দেয়া হয়।

মোঃ জাকির হোসেন রাজু বলেন, তার জন্য বিপদগ্রস্থ মানুষগুলোর পাশে সীমিত সামর্থ নিয়ে পাশে দাড়াতে চেষ্টা করেছেন ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here