আব্দুল্লাহ আল মামুন
শহুরে জীবন
-আব্দুল্লাহ আল মামুন 
.
পিত্রালয় ছাড়িয়া যখন আসিলাম দূর শহরে,
বুঝিলাম তখন  শহুরে জীবন কাকে বলে।
দেখিলাম কত যানবাহন চলে,
গাছপালাও আছে অবিরলভাবে।
.
মানুষ নয়তো যেন মানবের মেলা,
রং দেখিতে দেখিতে চলে যায় বেলা।
কত অর্থের বাহাদুরি সৃষ্টি করেছে ত্রাস,
অপরিকল্পিতভাবে কত মানুষ হয় যে লাশ।
.
শুরু করিলাম যখন ভারী করিতে জ্ঞানের থলি,
দেখিতে পেলাম হাজার হাজার আলোর ঝলকানি।
এ তো আলোর ঝলকানি নহে, রমণীর মায়াজাল,
একা থাকিলাম দূরে সরে খুঁজে পেতে নতুন কিছু বিরল!
.
শহুরে জীবন থাকিলেও শেষে হইল মোর লাভ,
খুঁজে পেলাম এক নতুন পরিবেশ, নতুনত্বের স্বাদ।
আমি রাজনীতির কবি নই, নই বিশ্ব কবি,
অতিক্ষুদ্র জ্ঞানের অধিকারী আমি বিদ্যাপীঠে পড়ুয়া!
.
.
.
লেখক-শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, দর্শন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here