আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩২ তরুণীকে আটক মোহাম্মদ হোসেন, হাটহাজারি প্রতিনিধি :: চট্টগ্রামের ফয়েজলেক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩২তরুণ-তরুণীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অসামাজিক কর্মকান্ডের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ।

অসামাজিক কর্মকান্ডের দায়ে ৩২ জন কে আটক করে ভ্রাম্যমাণ আদালত যার ২২ জন কে অর্থদন্ড এবং ১০ জন কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ফয়েজ লেক গেস্ট হাউস, লেক ভিউ রিসোর্ট সহ মোট পাঁচটি রেস্টুরেন্ট থেকে এদের আটক করা হয়।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বুঝতে পেরে ছদ্মবেশে থাকা রেস্টুরেন্ট/হোটেল ব্যাবস্থাপক পালিয়ে যায়।

ফয়েজলেক এলাকায় অভিযানের খবর পেয়ে চট্টগ্রাম শহরের বহু হোটেল থেকে উধাও হয়ে যায় অনেক তরুণ-তরুণী। অভিযানে সহায়তা করেন নবম এপিবিএন এবং ব্যাটিলিয়ন আনসার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ সাংবাদিকদের বলেন, আমরা ফয়েজলেক এলাকায় অসামাজিক কর্মকান্ড যে হোটেলে চলছে সব খুব শীঘ্রই এসব অসামাজিক কাজ বন্ধ করতে বদ্ধ পরিকর।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here