ডেস্ক রিপোর্ট  : : পাকিস্তান ক্রিকেট দলের জুনিয়র আফ্রিদি হিসেবে পরিচিত শাহিন। কিছুদিনের মধ্যেই সিনিয়র শহীদ আফ্রিদির কন্যা আকসা আফ্রিদিকে বিয়ে করতে যাচ্ছেন। ক্যারিয়ারে শহীদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত হলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে একটা জায়গায় হবু শ্বশুরকে ছাড়িয়ে গেছেন শাহিন।

হারারেতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চার উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, এর মাধ্যমে মাত্র ১৬ টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মালিক হলেন তিনি। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৫২টি উইকেট শিকার করেছেন এই পেসার। টেস্টে উইকেট শিকারের এই জায়গায় হবু শ্বশুরকে ছাড়িয়ে গেছেন শাহিন। ২৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪৮টি উইকেটের মালিক শহীদ আফ্রিদি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি তিনি। প্রথম টেস্টে ১৩৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ১১৬ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে। দু’দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৭ মে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here