আফগান পার্লামেন্টে হামলা ৭ তালেবান নিহতডেস্ক নিউজ :: আফগানিস্তানের পার্লামেন্ট হামলা চালানো তালেবান জঙ্গিরা নিহত হয়েছে। আজ সোমবার দেশটির সরকার এই তথ্য জানিয়েছে।
উপ-স্বরাষ্ট্রমন্ত্রণলায়ের মুখপাত্র নাজিব দানিশ এএফপিকে বলেছেন, সাতজন তালেবান হামলা চালিয়েছিল। এদের মধ্যে একজন পার্লামেন্ট ভবনের সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে।
অন্য ছয়জন কাছের একটি ভবনে প্রবেশ করেছিল। তাদের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে।
কাবুল হাসপাতালের এক কর্মকর্তা সাঈদ কবির বলেছেন, আত্মঘাতী বোমা হামলায় আহত ১৯ জনের মধ্যে চারজন নারী রয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র বলেছেন, পার্লামেন্ট ভবনের সামনে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয় ও কাছের একটি ভবনে কয়েকজন জঙ্গি অবস্থান নেয়।
কাবুল পুলিশের প্রধান আবদুল রহমান রাহিমি বলেছেন, পার্লামেন্টের সব সদস্য নিরাপদ আছেন।
টিভির ভিডিওতে দেখা গেছে, ধোঁয়ায় পরিপূর্ণ পার্লামেন্ট ভবন থেকে সদস্যরা বেরিয়ে আসছেন।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই  হামলার দায় স্বীকার করেছেন। টেলিফোনে তিনি বলেছেন, পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রীকে পরিচয় করিয়ে দেয়ার দিন এই হামলা চালানো হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here