আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাগলান প্রদেশে দেখা দেওয়া আকস্মিক বন্যায় অন্তত সত্তরজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

হঠাৎ এই প্লাবনে অন্তত দুই হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলেও জানা গেছে।

আরও কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি পরিত্যাগ করে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।

মুষলধারে বৃষ্টিপাতের কারণে শুক্রবার হঠাৎ করেই প্লাবিত হয়েছে পাহাড়ি জনপদ বাগলানের চারটি গ্রাম।

বন্যার্তদের সহায়তার জন্য যেসব সেনা বিমান পাঠানো হয়েছিল, শুকনো ভূমি খুঁজে না পাওয়ায় সেগুলো কোথাও অবতরণ করতে পারেনি।

হঠাৎ নেমে আসা জলের তোড়ে ওই এলাকার পথঘাট, সেতু ও কৃষি জমি তলিয়ে গেছে, প্রাণ হারিয়েছে প্রচুর পোষা প্রাণী।

এই বন্যা সবচেয়ে ক্ষতিকর রূপ নিয়েছে বাগলান প্রদেশের গুজারগ-ই-নূর জেলায়।

পুলিশ বলছে, আরও অন্তত ২০০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয় একজন কর্মকর্তা মাসৌদ কোজাদ বলছেন, এই পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ মারা গেছে এবং মৃতদেহগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাশাপাশি এখনো অনুসন্ধান অভিযান চলছে বলেও তিনি জানিয়েছেন।

বাগলানের দুর্গম যে এলাকাগুলোয় এখনো কোনও সহায়তা পৌঁছায়নি, সেসব এলাকায় জরুরি সহায়তা পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের উত্তরাঞ্চলে কয়েকটি বন্যা একের পর এক আঘাত হেনেছে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার অনেক মানুষ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here