Jakir Hossainছড়া: ০১

‘একুশ আমার অহংকার’
মেঃ জাকির হোসাইন

বায়ান্ন-তে ভাষার জন্য
রক্ত দিলো কে ?
যার বুকেত সাহস ছিলো
সে দিয়েছে, সে।

রফিক, জব্বার, বরকত, সালাম
করতো না তো ভয়
তাইতো ওদের বুকের রক্তে
ভাষার হলো জয়।

মায়ের ভাষায় বলবে কথা
মিটবে মনের আশ
ভাষার জন্য জীবন দিয়ে
গড়লো ইতিহাস।

যুগ যুগ ধরে ওদের নামটা
থাকবে বহমান
ওদের দেওয়া বাংলা ভাষায়
শুনবো মোরা গান।

কোনও দিনও শোধ হবেনা
ওদের ঋণের ভার
একুশ আমার চেতনা আর
আমার অহংকার !

 

ছড়া: ০২

 ‘বাংলা আমার মায়ের ভাষা’

মায়ের মুখে বাংলা ভাষা
প্রথম যেদিন শুনি
সেদিন আমি বাংলা ভাষার
হৃদয়ে বীজ বুনি।

বাংলা ভাষার অঙ্কুর থেকে
ফুটলো মুখে বুলি
মায়ের কাছে যা শিখেছি
তা কি কভু ভুলি !

মায়ের ভাষায় বলছি কথা
সকাল থেকে যামী
বাংলা ভাষা আমার কাছে
সবার থেকে দামি।

এই ভাষাতে হাসি-কাঁদি
করি নানান খেলা
এই ভাষাতে গান গেয়ে ভাই
কাটে আমার বেলা।

মাগো তুমি না শেখালে
এমন মধুর ভাষা
জন্ম আমার বৃথা হতো
না পুরাতো আশা !

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here