স্টাফ রিপোর্টার :: জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও মালার কন্ঠে নির্মিত একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সিলভার স্ক্রিন’-এ গানটি প্রকাশ করা হয়।

‘আনমনে’ শিরোনামের এ গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন মালা নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন সাকের
রেজা। তানিম রহমান অংশুর পরিচালনায় বেশ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া।

মিউজিক ভিডিওটি সম্পর্কে সিলভার স্ক্রিনের কর্ণধর শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রিন জন্মলগ্ন থেকেই চেষ্টা করে আসছে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। এরই ধারাবাহিকতায় প্রডাকশন হাউজটির অনলাইন ঠিকানা ‘সিলভার স্ক্রিন’-এর যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সব কাজ এই চ্যানেলটিতেই দেখা যাবে। সবাইকে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানায়।’

শাহিন কবির বলেন, ‘আগে গান শোনা যেতো কিন্তু দেখা যেতো না। প্রচুক্তির এই যুগে গান শোনার সঙ্গে সঙ্গে দেখার ব্যবস্থাও হয়েছে। উন্নতদেশগুলোর মতো আমারাও কোনো অংশে পিছিয়ে থাকতে চাই না।তাইতো গান রেকডিংয়ের পাশাপাশি সেটির দৃশ্যধারণ করে শ্রোতা-দর্শকদের দেখার ব্যবস্থাও করা হয়েছে।’

গানটির ভিডিও নির্মাণ প্রসঙ্গে শাহিন কবির বলেন, ‘তানিম রহমান অংশু সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি আরও আগেই তার দক্ষতা প্রমাণ করেছেন। এক কথায় বলবো একটি ভালো গান শোনার সঙ্গে সঙ্গে শ্রোতা-দর্শকদের যেন দেখতেও ভালো লাগে সেই চেষ্টাটাই তিনি করেছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

গানটি সম্পর্কে তাহসান বলেন, ‘আপনারা যদি একটু পাশ্চাত্যের মিউজিক ভিডিও দেখেন। তাতে দেখতে পাবেন কোনো স্টোরি থাকে না। শুধুফিল থাকে, কালারস থাকে, ইমোশন থাকে। আমার মনে হয় আমাদের এই গানটি ঠিক সেরকম কিছুই হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি তারা সবাই নিজেদের স্থান থেকে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আমার কাজ গান করা। আমি সেটার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। আর সাংবাদিক ভাইদের কাজ সেই গান নিয়ে লেখা। আমি আশা করবো আপনারা আপনাদের সেরাটা দিয়েই সেই দায়িত্বটা ঠিক মতো পালন করবেন। তাহলেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে আমরা আরও শিখরে নিয়ে যাবে। ওহহহ আর একটা কথা না বললেই নয়, আমাদের এই গানটি কেমন লাগলো সেটা সত্যি করে বলবেন। যদি খারাপ হয় তাহলে অবশ্যই লিখবেন খারাপ হয়েছে। ডিসকাশনটা চাই।’

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here