আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ দাবীরাজশাহী :: মঙ্গলবার সকালে রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স, রাজশাহীর উদোগে আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবীতে এক মানববন্ধন ও সংক্ষিপত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স ফোরাম, রাজশাহীর সদস্য এবং আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক তরুন কুমার মুন্ডা।

মানববন্ধনে বক্তরা বলেন- পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোত ধারায় আনতে হলে জাতীয় বাজেটে বরাদ্দের বিকল্প নাই। সমতলে প্রায় ২০ লক্ষের অধিক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। আদিবাসীরা নানা ভাবে উন্নয়ন বৈষম্যের স্বীকার। আদিবাসীদের জন্য বিশেষ করে শিক্ষা খাতে, সাংস্কৃতিক ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়ার দাবী জানান।

বক্তরা আরো বলেন, উন্নয়নের প্রথম থেকেই সমতলের আদিবাসীরা পিছিয়ে পড়ে আছে। তাই আদিবাসীদের উন্নয়নে অধিকতর বাজেটে বরাদ্দের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সুভাষ চন্দ্র হেমব্রম- দপ্তর সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, সাবিত্রী হেমব্রম- এইচ আর ডি রাজশাহী, পলাশ পাহান এইচ আর ডি রাজশাহী, আন্দ্রিয়াস বিশ্বাস-ফেলো-আই ই ডি রাজশাহী, প্রশান্ত কুমার সাহা- বিশিষ্ট কলামিষ্ট কল্পনা রায়- সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী, জুলফিকার আহম্মেদ গোলাপ, জন উদ্যোগ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার সভাপতি- রঘুনাথ রবিদাস প্রমুখ।– প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here