আজ ঢাবিতে ৯২২ কোটি টাকার বাজেট পেশ

ডেস্ক রিপোর্টঃঃ  আগের বছরের তুলনায় ১০ দশমিক ৯০ শতাংশ বরাদ্দ বাড়িয়ে নতুন অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট পেশ করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। তিনি এবার দ্বিতীয়বারের মতো ঢাবির বাজেট পেশ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বাজেট উত্থাপন করবেন তিনি। বিকেল ৩টায় অনুষ্ঠিত এ বাজেট অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে, রোববার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় ঢাবির ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। এ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৯২২ কোটি ৪৮ লাখ টাকা। গত (২০২১-২২) অর্থবছরে বাজেট ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসেবে এবার বাজেটের পরিমাণ বেড়েছে ৯০ কোটি ৬৯ লাখ টাকা।

প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, ৯২২ কোটি ৪৮ লাখ টাকা বাজেটের ১৪০ কোটি টাকা শিক্ষক, ৬১ কোটি টাকা কর্মকর্তা, ৭২ কোটি টাকা কর্মচারীদের বেতন দেখানো হয়েছে। ২১৮ কোটি ৯৯ লাখ টাকা ভাতা, পণ্য ও সেবায় খাতে ১৭৯ কোটি ৯৯ লাখ টাকা, পেনশন বাবদ ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা, গবেষণায় ১৫ কোটি ৫ লাখ টাকা ও অন্যান্য অনুদান খাতে ৩৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ৭৮১ কোটি ৯৪ লাখ টাকা আয় হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান থেকে। যা মোট আয়ের ৮৪ শতাংশ। এছাড়া বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় করবে ৮৩ কোটি টাকা। যা গতবার ছিল ৬৫ কোটি টাকা।

এবারের বাজেটে ঘাটতির পরিমাণ কমে আসছে। ২০২১-২২ অর্থ বছরে ঘাটতি ছিল ৭০ কোটি ২৫ লাখ টাকা যা এবার থাকছে ৫৮ কোটিতে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here