03আল-মামুন,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মহাসড়কে টায়ারে আগুন পিকেটিং’র মধ্য দিয়ে চলছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। সোমবার সকাল থেকে খাগড়াছড়ি জেলার নয় উপজেলায় এ অবরোধ কর্মসূচী পালিত হচ্ছে।

ভাড়াই চালিত মোটর সাইকেল চালক আজিজুল হক শান্তর হত্যাকারীদের বিচারসহ পানছড়িতে অপহৃত দুই বাঙালীকে উদ্ধারের দাবীতে রবিবার খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদ সকাল-সন্ধ্যা এ অবরোধের ডাক দেয়।

অবরোধ চলাকালে এখন পর্যন্ত বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও সকাল থেকে সচ্ছার হয়ে উঠে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের পিকেটাররা। অবরোধ চলাকালে কোন ধরনের দুর পাল্লার যানবাহন খাগড়াছড়ি থেকে ছেড়ে যেতে দেখা যায়নী। খাগড়াছড়ি জেলা সদরসহ গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে সরব উপস্থিতি ছিল পিকেটারদের। অপ্রীতিকর ঘটনা রোধে মাঠে অতিরিক্ত পুলিশ।

উল্লেখ যে, রবিবার খাগড়াছড়ির আলুটিলায় মটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত’র গলাকাটা লাশ উদ্ধারের পর দুপুরে শহরের চেঙ্গী স্কোয়ারে বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার প্রতিবাদ সভা থেকে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here