ঢাকা : আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দুটো সংক্ষিপ্ত তালিকাতেই ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক আছেন।

আগামী ১৪ ডিসেম্বর এই পুরস্কার ঘোষণা করা হবে। স্যার গারফিল্ড সোবার্স ট্রফি বা আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আমলা, অ্যান্ডারসন ও ক্লার্ক ছাড়াও আছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, ভারতের মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকার বাকি তিন জন দুই ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন ও চেতেশ্বর পুজারা এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছে ধোনি, সাঙ্গাকারা, ধোনির দুই সতীর্থ শিখর ধাওয়ান ও রবীন্দ্র জাদেজা এবং দুই পাকিস্তানি মিসবাহ-উল-হক ও সাঈদ আজমলের নাম।

উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন পুজারা, ট্রেন্ট বোল্ট, জো রুট ও মিচেল স্টার্ক।

বাংলাদেশের অলরাউন্ডার ফরহাদ রেজার সামনেও পুরস্কার জয়ের হাতছানি। আইসিসি স্পিরিট অব ক্রিকেটের সংক্ষিপ্ত তালিকায় ফরহাদের সঙ্গী শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে দলও ঘোষণা করেছে মঙ্গলবার। স্টেইন টেস্ট দলে ও ধোনি ওয়ানডে দলে টানা ষষ্ঠবারের মতো জায়গা পেয়েছেন। তবে কোনো দলেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here