আইএসের পছন্দের তালিকায় এক নম্বরে এখন নোকিয়া ১০৫৷ বিস্ফোরণের কাজে ব্যবহার হচ্ছে এই মোবাইল৷
sss_27657কেন নোকিয়া ১০৫-কে বেছে নিল আইএস? বলা হচ্ছে, নোকিয়ার এই সেটটি খুবই মজবুত৷ তার উপর দামেও সস্তা৷ রয়েছে দীর্ঘসময়ের ব্যাটারি ব্যাকআপ৷ বিস্ফোরণ ঘটানোর আগে সাধারণত দুটি প্রয়োজনে ফোন করে জঙ্গিরা৷ প্রথমত কল করতে৷ দ্বিতীয়ত, সিগনালের জন্য৷ এই কাজের জন্য তাদের প্রথম পছন্দ নোকিয়া ১০৫৷ কনফ্লিক্ট আরমামেন্ট রিসার্চ রিপোের্টে (সিএআর) একথা জানানো হয়েছে৷আইএসের হাতিয়ার নোকিয়া ফোন!
বিশ্ব বাজারে এই ফোনের দাম ৩০ ডলারের মতো৷ ভারতে এই ফোন ৯০০ থেকে ১৪০০ টাকায় পাওয়া যায়৷ রিপোর্টে বলা হয়েছে, বোমা বিস্ফোরণের কাজে এই ফোন ব্যবহার করে আইএস৷
নোকিয়া ছাড়াও বেশ কিছু বাজার চলতি সস্তার ফোনও তারা বিস্ফোরণের কাজে ব্যবহার করে থাকে৷ তবে পছন্দের তালিকায় প্রথমে রয়েছে নোকিয়ার ১০৫ মডেলের সেটটি৷
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here