স্টাফ রিপোর্টার :: অস্ত্র আইনের মামলায় শামীমা নূর পাপিয়া ওরফে পিউ দম্পতির মোট ২৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। সোমবার ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেফতারের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ১৯-এর ‘এ’ ধারায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আর একই আইনের ১৯-এর ‘এফ’ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

দুটি ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এতে পাপিয়া দম্পতিকে মোট ২০ বছরের সাজা খাটতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

রায়ে পাপিয়া-সুমন দম্পতির মতো এমন রাজনীতিবিদরা ‘দেশ ও জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক’ আখ্যায়িত করে আদালত বলেছেন, এ ধরনের তথাকথিত রাজনীতিবিদ রাজনীতির ছদ্মাবরণে শুধু নিজেদের প্রাপ্তি নিয়েই ব্যস্ত থাকে।

দেশ ও জাতির কল্যাণের ওপর যারা নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তারা দেশ ও জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক। রায় ঘোষণার পর পাপিয়া দম্পতিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

আলোচিত এ দম্পতির বিরুদ্ধে এ পর্যন্ত করা পাঁচটি মামলার মধ্যে অস্ত্র আইনের এ মামলাতেই সবার আগে রায় হল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here