নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে বৈধ ও অবৈধ কোনো অস্ত্রই জমা নেয়া হয়নি। তবে অস্ত্র প্রদর্শন না করতে নির্দেশনা দেয়া হয়েছে। আর অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈধ অস্ত্র জমা নেয়া হয়নি; তবে নির্বাচনকালীন বৈধ অস্ত্র প্রদর্শন করা যাবে না। অস্ত্র প্রদর্শন করলেই তা জব্দ করা হবে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী অfচরণবিধি লঙ্ঘন করার কারণে ২৫ জনকে জরিমানা করা হয়েছে। ১৫ জনকে সতর্ক করা হয়েছে। আর তিন প্রার্থীর কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

বিএনপি প্রার্থী সেনা মোতায়েনের বিষয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের কথা বলা হয়েছিল। পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। তাই সেনাবাহিনীর প্রয়োজন নেই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here