একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়নি।

২৮তম সাক্ষী আফরোজা পারভীন অসুস্থ থাকায় জবানবন্দি ও জেরা আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

তিনি বলেন, বুধবার ২৭তম সাক্ষী সাইফ হাফিজুর রহমান খোকনের বোন আফরোজা পারভীন সাক্ষ্য দেয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজি করা হয়নি।

এরআগে গত সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাঈদীর উপস্থিতিতে সাইফ হাফিজুর রহমান খোকনের জবাবনবন্দি ও জেরা সম্পন্ন হয়।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অপরাধ সঙ্ঘটনের অভিযোগ আমলে নেয়। এর আগে ১১ জুলাই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন।

গত বছরের ৩১ মে মঙ্গলবার সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ৪ হাজার ৭৪ পৃষ্ঠার ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়া হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এক মামলায় সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার  করা হয়। এরপর তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

এ পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে ২৭ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন ট্রাইব্যুনালে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here