ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জেটের ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ প্রতিরোধের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে দলের পক্ষে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, মার্চ ফর ডেমোক্রেসির নামে বিরোধী দলীয় জোট এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকাকে নতুন করে অবমাননার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এজন্যই রবিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লাঠি হাতে জাতীয় পতাকা নিয়ে ঢাকা অভিমুখে যাত্রার আহ্বান জানিয়েছেন।

বেগম জিয়ার এই মিছিল আহ্বানের নিন্দা জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পরে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে যারা নীরব, পাকিস্তানের জামাতের আমির কর্তৃক বাংলাদেশ আক্রমণের আহ্বানের পরও যারা পাকিস্তানের বিরুদ্ধে একটি কথাও না বলে প্রকারান্তরে মৌন সম্মতি জানায় তাদের হাতে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের গৌরবের প্রতীক লাল সবুজের পতাকা শোভা পায় না।

তিনি বলেন, বিরোধী জোট লাঠি হাতে পতাকা মিছিলের কথা বলে মূলতঃ এই পতাকার অবমাননা করতে চায়। কাদের মোল্ল্লার ফাঁসির পরে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং শহীদ মিনার গুঁড়িয়ে দেওয়া এর প্রকৃষ্ট প্রমাণ।

সৈয়দ আশরাফ বিরোধী জোটের আহ্বানে সাড়া না দিয়ে সর্বাত্মক প্রতিরোধ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির প্রতি আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here