অবৈধ জালে আগুনমিসু সাহা নিক্কন :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

আজ সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ীর সামনে ওই জব্দকৃত জালগুলোতে প্রকাশ্যে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এরআগে সকালে টাংকির ঘাট থেকে ৬০ কেজি চিংড়ির পোনা জব্দ করে এবং রবিবার বিকালে মেঘনার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় নৌ-পুলিশ। এসময়  ৯টি বিন্দি জাল ও প্রায় ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে, জব্দকৃত চিংড়ির পোনা স্থানীয় দু:স্থ্য, অসহায় ও গরিবের মাঝে বিতরন করা হয়েছে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: হাসিবুল ইসলাম জানান, মেঘনা নদীতে অভিযানকালে ওই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। তবে, কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, সরকারের প্রদক্ষেপ বাস্তবায়ন করতে এ অভিযান চালানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here