জাবি: শিক্ষক আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হলেন ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার দুপুর দুটার দিকে পুলিশি পাহারার মধ্য দিয়ে তিনি ভিসির বাসভবন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্য রওনা হন।

যাওয়ার সময় তিনি নবনির্মিত বেগম শেখ হাসিনা হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলক পরিদর্শন করেন ।

এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীরেদর উদ্দেশ্য করে বলেন, বিশ্ববিদ্যালয়ের আরো উন্নয়ন মূলক কাজ হবে।তবে আমি সব কাজ দেখে যেতে পাররাম না।

এদিকে, ভিসি অধ্য্পাক আনোয়ার হোসেনের প্রস্থানের  খবর শুনে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে বুধবার রাত সরকারের উচ্চ মহল থেকে  ক্যাম্পাসে ভিসি-বিরোধী আন্দোলন ও বিশৃঙ্খলা দেখে ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে  সরে যাওয়ার পরামর্শ দেন সরকারের উচ্চ মহল।

সরকারের নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার  হোসেনকে ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে এসে ব্যর্থ হন ঢাকার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। এ সময় তিনি ভিসি ক্যাম্পাস ছাড়তে রাজি হননি।

পরবর্তীতে তিনি বৃহস্পতিবার সকালে ক্যাম্পাস ত্যাগ করবেন বলে মনস্থ হন।

উল্লেখ্য,বুধবার রাত সোয়া আটটার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের বাসভবনে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা।

এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ হামলার জন্য  ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে দায়ী করে তার পদত্যাগ দাবিতে তার বাসভবনে ভবনে অবস্থান নেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here