টেলিফিল্মটি ৭ ফেব্রুয়ারি, রাত ১১টায় প্রচার হবে এটিএন বাংলায়।

স্টাফ রিপোর্টার :: জিয়াউল ফারুক অপূর্ব। সময়ের আলোচিত ও অত্যধিক জনপ্রিয় অভিনেতা। এবার তারই গল্প ভাবনায় তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ড্রিমগার্ল’।

টেলিফিল্মের চিত্রনাট্য রচনা করেছেন প্রীতি দত্ত আর পরিচালনা- বি ইউ শুভ। একটি হাডুডু খেলাকে কেন্দ্র করে টেলিফিল্মের গল্পটি তৈরি।

ধনীর দুলালী মেহজাবিন এই খেলার ফাইনালে হাজির হন বাবার সাথে। তার বাবা এই টুর্ণামেন্টের স্পন্সর করেন। খেলার দিনেই অপূর্বের সাথে চোখাচোখি, এরপর প্রেম। কিন্তু সেই প্রেমে বাধ সাথে মেহজাবিনের বাবা। এমনই এক গল্পে আবর্তিত ‘ড্রিমগার্ল’।

টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন করভী মিজান, সোহাগ প্রমুখ।

টেলিফিল্মটি ৭ ফেব্রুয়ারি, রাত ১১টায় প্রচার হবে এটিএন বাংলায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here