মোহাম্মদ হোসেন, হাটহাজারী প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিৰা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেছেন অন্ধকার নিমজ্জিত অন্তরের আলো প্রজ্বলনের জন্য শিৰার কোন বিকল্প নেই। তবে এ শিক্ষা হতে হবে সুশিক্ষা। সুশিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সম্মান ও শ্রদ্ধা বোধ জাগ্রত হয়। বর্তমান সমাজ ব্যবস্থা তথ্যপ্রযুতিতে এগিয়ে গেলে ও একে অপরকে সম্মান করার মানসিকতা হারাতে বসাছে। ফলে সমাজে ভাল মানুষ সৃষ্টি হচ্ছে না। এটা কোন শুভ লক্ষণ নয়। তাই শিক্ষার্থীদের ভাল মানুষ হিসাবে গড়ে উঠে সমাজের সেবা করার মানসিকতা তৈরি করতে হবে। অন্যতায় শিক্ষা গ্রহণ ব্যর্থতায় পর্যবাসিত হবে।

তিনি গতাকাল বৃহস্পতিবার হাটহাজারী গার্লস হাই স্কুল এন্ড কলেজের অরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত অভিমত ব্যক্ত করেন।

হাটহাজারী গার্লস হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াছ তালুকদার।বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, কাসেম গ্রুপের এমডি মুহাম্মদ জাহাঙ্গীর আলম (জাহাঙ্গীর), হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইসহাক, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।

বিদ্যালয়ের শিক্ষক মোঃ হোসনে ও খতিজা খাতুনের সঞ্চালনায় অনুষ্টিত সভার শুরুতে পবিত্র কোরান, গীতা, ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে গাজী মাহিয়ান সাদিক, মিথিলা দাসগুপ্তা ও চন্দ্রিমা বড়ুয়া।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আলী আহমদ। পরিচালনা পরিষদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মহসিন।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here