মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছার শিববাটি ব্রিজ হতে কাটাখালী বাজার পর্যন্ত প্রধান সড়কের অসংখ্য বিভিন্ন প্রজাতির গাছ অজ্ঞাত কারণে মারা যাচ্ছে। ৮-১০ বছর আগে উপজেলার প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে পাহাড়ী শিরিষ, নিম, বাবলা ও স¤প্রতি কিছু নারিকেলের চারা লাগানো হয়।

৫-৬ বছর ধরে পাহাড়ী শিশু শিরিষ গাছগুলো একে একে মারা গেলেও দেখাশুনার দায়িত্বে কাউকে পাওয়া যাচ্ছে না। শিববাটি ব্রিজ থেকে কাটাখালী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার দু’ধারে এ সব গাছ লাগানো হয়। নারিকেলের চারাগুলো প্রায় সবই মারা গেছে। নিম গাছগুলো টিকে থাকলেও শিশু শিরিষ গাছগুলো একে একে সবই মারা যাচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় বনবিভাগের কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, এলজিইডি কর্তৃপক্ষ কয়েক বছর পূর্বে এ গাছগুলো রোপন করে। কি কারণে গাছগুলো মারা যাচ্ছে তা খতিয়ে দেখার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগে পাঠানো হয়েছে। আজও পর্যন্ত তার কোনো ফলাফল পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না জানান, বনবিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। তবে লবণাক্ততার কারণে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here