অগ্রণী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা শ্রীঘরেশিপুফরাজী, চরফ্যাশন প্রতিনিধি :: লোন বিতরণের নামে আড়াই কোটি টাকা আত্মসাত করায় ভোলা অগ্রণী ব্যাংকের খায়েরহাট শাখার সাবেক ব্যবস্থাপক মো: হান্নান এবং সাবেক ক্রেডিট ইনচার্জ নুরে আলম তালুকদারকে গ্রেফতার করেছে দুদুক।

রবিবার বরিশাল থেকে দুদকের উপ-পরিচালক মতিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি টিম তাদের দুজনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের বরিশাল থানায় সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, অগ্রণী ব্যাংকের দৌলতখান উপজেলার খায়েরহাট শাখায় ব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালীণ মো: আব্দুল হান্নান এবং ওই শাখার সেই সময়ের ক্রেডিট ইনচার নুরে আলম তালুকদার ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ১২৮৪টি লোনের বিপরীতে ২ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাত করে। পরবর্তীতে লোনগুলো পরিষোধ না হওয়ায় ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তে নামে।

এক পর্যায়ে ভুয়া লোন দিয়ে টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে ব্যাংক নুরে আলম তালুকদারকে বরখাস্ত করে এবং দুই কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরের ২ মার্চ ভোলার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলা নম্বর ০৪/১৭।

মামলাটি বরিশাল দুদুক তদন্ত করে নিশ্চিত প্রমাণ পাওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মামলা দায়েরের আগেই ব্যবস্থাপক আ: হান্নান অবসরকালীন ছুটিতে চলে গেছেন।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here