201620Agrani-DMD+Mizanঅগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রবিবার এক অফিস আদেশে অগ্রণী ব্যাংকের ডিএমডিকে বরখাস্তের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।
বরখাস্তের পাশাপাশি মিজানুর রহমান খানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, যেহেতু মিজানুর রহমান খান দুদকের দায়েরকৃত মামলায় গত ৩০ জুন গ্রেপ্তার হয়ে বর্তমানে আটক/কোর্ট হেফাজতে রয়েছেন, সেহেতু বাংলাদেশ সার্ভিস রুলস্, পার্ট-১ এর নোট-২ মোতাবেক ৩০ জুন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন সময়ে মিজানুর রহমান খান খোরপোষ ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা অগ্রণী ব্যাংক থেকে পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণের পর একই দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়। কয়েক ঘণ্টা পরই তিনি গ্রেপ্তার হন এবং গত বৃহস্পতিবার জামিনে বের হন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here