গত অক্টোবর মাসে ১০৪ কোটি ডলারের সম-পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স প্রবাহের পরিমাণ দাঁড়ালো ৪০১ কোটি ৪৬ লাখ ডলার।

শুক্রবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবরে রেমিট্যান্স প্রবাহের আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় বেড়েছে। সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ৮৫ কোটি ৫৪ লাখ ডলার। এর আগে গত জুলাই ও আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ১০১ কোটি ৫৬ লাখ ডলার এবং ১০১ কোটি  ১৮ লাখ ডলার।

এদিকে গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে (২০১১-১২) রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০১০-১১ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ৩৫৮ কোটি ৮৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, অক্টোবরে রাষ্ট্রায়ত্ত চার (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ৬৬ লাখ ডলার, ৩০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৪ লাখ ডলার, ৯টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩৭ লাখ ডলার এবং রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯ লাখ ডলার।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here