বোমাবাজি, হত্যা ও হুমকি দিয়ে বিরোধীদলীয় নেতা সরকারকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে গণভবনে বান্দরবন জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের গত মেয়াদে পার্বত্য এলাকায় শান্তিচুক্তি করা হয়েছে। কিন্তু, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসায় ওই চুক্তি বাস্তবায়িত হয়নি।
তিনি উপস্থিত নেতাদের পুনরায় আশ্বস্ত করে বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন বর্তমান সরকারের একটি অঙ্গীকার। এই অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি আবারো দেশে একটি অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। এখানে নানা ধরনের খেলা করার জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছে।
তিনি নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি বিশ্বাস করি- আপনারা সকলে যেকোনো ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকবেন, সবাই সেভাবে কাজ করবেন। পার্বত্য এলাকার জনগণের আর্থসামাজিক উন্নতি যাতে হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন।’
এ সময় বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘এসব হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। অরফানেজের টাকা মেরে খেয়েছেন, ছেলেদের মানিলন্ডারিং ও দুর্নীতি করতে শিখিয়েছেন। এছাড়া নিজেও কালো টাকা সাদা করেছেন আর ক্ষমতায় থেকে দেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছেন।’
মুক্তিযোদ্ধোদের সংবর্ধনার নামে বোমাবাজি মানুষহত্যা কিসের জন্য এবং কার স্বার্থে- এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার বিচার করা হবে।
সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, দলের জাতীয় সংসদ সদস্য, বান্দরবান জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের জৈষ্ঠ্য নেতারা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা