কলারোয়ায় ‘সমতট’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে প্রকাশিত ‘সমতট’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান বক্তা ভাষা সৈনিক আলহাজ্ব শেখ আমানুল্ল্লাহ।
রবিবার বিকেলে ক.পা.ই মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু। পত্রিকার নির্বাহী সম্পাদক ও কপাই সা.সম্পাদক এ্যাড.শেখ কামাল রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, অধ্যক্ষ রইচউদ্দীন, সমাজ সেবক মনোরঞ্জন সাহা, কপাই সভাপতি আজহারুল হক, অধ্যক্ষ এসএম শহীদুল আলম, সহ.অধ্যাপক আবুল খায়ের, সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
অন্যদের মধ্যে উপসি’ত ছিলেন সহ. অধ্যাপক তপন মন্ডল, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, ইমদাদুল হক, সি.শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, বিজি মাওলা, আমিরুল ইসলাম, আরিফ মাহ্মুদ, মিয়া মো.স্বপণ, বদরুজ্জামান বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম।
মুক্ত চিন-াই সৃষ্টির অনুপ্রেরণা স্লোগানকে সামনে রেখে সাহিত্যের মননশীল কাগজ হিসেবে ‘সমতট’ বিজয় দিবস সংখ্যা ২০১১ প্রকাশিত হয়েছে।
কামরুল হাসান/কলারোয়া
কলারোয়ায় ‘সমতট’ পত্রিকার মোড়ক উন্মোচন
কলারোয়ায় ‘সমতট’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে প্রকাশিত ‘সমতট’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান বক্তা ভাষা সৈনিক আলহাজ্ব শেখ আমানুল্ল্লাহ।
রবিবার বিকেলে ক.পা.ই মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু। পত্রিকার নির্বাহী সম্পাদক ও কপাই সা.সম্পাদক এ্যাড.শেখ কামাল রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, অধ্যক্ষ রইচউদ্দীন, সমাজ সেবক মনোরঞ্জন সাহা, কপাই সভাপতি আজহারুল হক, অধ্যক্ষ এসএম শহীদুল আলম, সহ.অধ্যাপক আবুল খায়ের, সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
অন্যদের মধ্যে উপসি’ত ছিলেন সহ. অধ্যাপক তপন মন্ডল, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, ইমদাদুল হক, সি.শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, বিজি মাওলা, আমিরুল ইসলাম, আরিফ মাহ্মুদ, মিয়া মো.স্বপণ, বদরুজ্জামান বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম।
মুক্ত চিন-াই সৃষ্টির অনুপ্রেরণা স্লোগানকে সামনে রেখে সাহিত্যের মননশীল কাগজ হিসেবে ‘সমতট’ বিজয় দিবস সংখ্যা ২০১১ প্রকাশিত হয়েছে।
কামরুল হাসান/কলারোয়া