ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের ক্যানসার প্রাণঘাতি হবেনা বলে বিশ্বাস করেন তার চিকিৎসকরা। রবিবার মিডিয়াকে এমন আশার কথা বলেছেন যুবরাজের চিকিৎসক যতীন চৌধুরী।
বার্তা সংস্থা টিএনএন-কে এই ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, তার (যুবরাজ) ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ের। এটি চিকিৎসাযোগ্য, এবং প্রাণঘাতি হবে না। বলেন, সবকিছু ঠিকমতো হলে দ্রুতই যুবরাজ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী মে কিংবা জুন নাগাদ মাঠে ফিরতে পারবেন।
যুবরাজের ফুসফুসে টিউমারের অস্থিত্ত্ব ধরা পড়ার খবর প্রকাশ পেয়েছে গত মাসেই। কিন্তু ওই টিউমার ম্যালিগন্যান্ট (ক্যানসার) কিছু নয় বলছিলেন তখন ডাক্তাররা।
রোববার আকস্মিক এমন খবরে ভারতসহ ক্রিকেট অঙ্গনে নেমে আসে বিষাদের ছায়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে কেমিওথেরাপি নিচ্ছেন যুবরাজ সিং। জানা যায় কেমোথেরাপি শুরু হওয়ার পর যুবরাজের অবস্থা আগের মতোই আছে।
ক্যানসার ধরা পড়ার পর প্রথম দিকে যুবরাজ কিছুটা ভেঙে পড়লেও এখন যুবরাজ সামলে উঠেছেন জানায় তার পরিবার।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক