ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টায় বেসামরিক কেউ জড়িত থেকে থাকলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

 আর সরকারের ব্যর্থতার কারণেই সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷খবর : ডয়চেভেলে

বৃহস্পতিবার সেনা সদর দফতরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকারকে উৎখাতের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী৷ সাবেক ও বর্তমান কিছু সেনাসদস্য এই অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত৷ এর মধ্যে তিনজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সেনাবাহিনী৷

এই ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টায় বেসামরিক কেউ জড়িত থেকে থাকলে  তদন্ত করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

শনিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সমপর্যায়ের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷

আইনমন্ত্রী বলেন, এর সঙ্গে বেসামরিক লোক জড়িত আছে কিনা তাদের ব্যাপারে তদন্ত করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার করা হবে৷ এটি একটি অসাংবিধানিক কাজ৷ সংবিধানের ৫ম সংশোধনী বাতিল হওয়ার পর অবৈধভাবে ক্ষমতা দখল অসাংবিধানিক হয়েছে৷ তাই এ ধরণের অভ্যুত্থান অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহের সামিল বলে মন্তব্য করেন তিনি৷

সরকারের ব্যর্থতার কারণেই সেনা অভ্যুথানের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মওদুদ বলেন, বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা গ্রহণে বিশ্বাস করে না৷

প্রসঙ্গত, ওই অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী মেজর সৈয়দ জিয়াউল হককে খুঁজছে সেনাবাহিনী৷ ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফসহ দু’জনকে আটক করা হয়েছে৷

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here