নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে শুভ বললেন বিশিষ্টজনেরা৷ তবে তাঁরা বিরোধী দলকে আস্থায় নেয়ার আহ্বান জানিয়েছেন৷ তবে বিরোধী দলেরও এই সংলাপে আসা উচিত বলে মনে করেন তাঁরা৷
আর টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, রাষ্ট্রপতির এই সংলাপে বিরোধী দল না এলে তার দায় সরকার এড়াতে পারবে না৷ সরকারকে এক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে৷ বিরোধী দল যা বলছে তা তাদের শুনতে হবে৷
অধ্যাপক মোজাফ্ফর আহমেদ মনে করেন, প্রথম দিনের আলোচনায় উঠে এসেছে সার্চ কমিটির কথা৷ যদি এই সার্চ কমিটি করতেই হয়, তাহলে কাদের নিয়ে করা হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হওয়া উচিত৷ তবে সাংবিধানিক পদে যারা আছেন তাদের নিয়ে সার্চ কমিটির প্রস্তাব এসেছে৷ অন্য বিকল্প হিসেবে তিনি বলেন, আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের নিয়েও সার্চ কমিটি করা যেতে পারে৷
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, আমাদের সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হল নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোন গাইড লাইন নেই৷ যে কাউকে ধরে নিয়ে বসিয়ে দেয়া সম্ভব৷ তিনি মনে করেন, রাষ্ট্রপতির উপর সবাইকে আস্থা রাখতে হবে৷ তিনি আলোচনা করেই ঠিক করবেন৷
প্রসঙ্গত বৃহস্পতিবার বঙ্গভবনে জাতীয় পার্টির বক্তব্য শোনার মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়েছে৷ প্রথম দিন জাতীয় পার্টি এবং জাসদের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়েছে৷
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিনিয়র রিপোর্টার