বিরোধী দলের ওপর হামলা চালিয়ে প্রধানমন্ত্রী উপভোগ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বলেছেন, দেখে মনে হচ্ছে, তারা চণ্ডনীতি গ্রহণ করেছে।

রোববার নয়া পল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারা দেশে বিএনপি নেতাকর্মীর উপর ধরপাকড় ও মিথ্যা মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলোনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী নির্যাতন উপভোগ করছেন। শনিবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে পুলিশ ও সরকারের ক্যাডার বাহিনী অত্যন্ত সহিংস আচরণ করেছে। সরকারের এই তাণ্ডব দেখে মনে হচ্ছে তারা চণ্ডনীতি গ্রহণ করেছে।

রিজভী অভিযোগ করে বলেন, শনিবার সারাদেশে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের পাশাপাশি সরকারদলীয় নেতা-কর্মীরাও বাধা দিয়েছে। কর্মসূচি থেকে ১৭৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী গুপ্ত হত্যা বন্ধ, নেতা-কর্মীদের গ্রেপ্তার, দলীয় কর্মসূচিতে বাধা দেওয়া ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী কাল সোমবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে বলেও জানান তিনি।

সরকার আগামী ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ সম্পর্কে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, বিএনপি কোনো গোপন ও চোরাবালির পথে রাজনীতি করে না। গোপনে কোনো কর্মসূচিও দেয়না। সুতরাং অপপ্রচার চালিয়ে কোনো লাভ নেই।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ নানা দাবিতে জনমত গঠনে এর আগে সিলেট, রাজশাহী অঞ্চল ও খুলনা অভিমুখে রোড মার্চ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ভারতীয় চলচিত্র প্রদর্শনী প্রসঙ্গে রিজভী বলেন, সরকার ভারতকে সাংস্কৃতিক আগ্রাসনের সুযোগ করে দিচ্ছে। বাংলাদশের মানুষ যে কোনো মূল্যে সাংস্কৃতিক আগ্রাসনক প্রতিহত করবে।

তিনি বলেন, ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছেন আমাদের সংস্কৃতিব্যক্তিরা। আমরা ওই দাবির সঙ্গে একমত পোষণ করি। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কর্মসূচি দেবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, তাদেরকে এ ব্যাপারে কোনো চিঠি দেয়া হয়নি। তবে চিঠি পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলোনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here